ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

দিল্লি গেলেন স্পিকার ড. শিরীন শারমিন

প্রকাশিত: ০৪:৫৭, ২৫ মার্চ ২০১৯

দিল্লি গেলেন স্পিকার ড. শিরীন শারমিন

অনলাইন রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ সোমবার (২৫ মার্চ) আইএমএফ পার্লামেন্টারী ওয়ার্কশপে যোগ দিতে সকাল সাতটায় দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সফরকালে স্পিকার আইএমএফ মাইক্রোইকোনমিক পলিসি এ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ফর পার্লামেন্টেরীয়ান ওয়ার্কশপে যোগদান করবেন। আইএমএফ পার্লামেন্টারী ওয়ার্কশপে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো: আব্দুস শহীদ এমপি, সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো: রুস্তম আলী ফরাজী এমপি, সাগুফতা ইয়াছমিন এমপি, আনোয়ারুল আবেদীন খান এমপি এবং আহসানুল ইসলাম (টিটু) এমপি অংশগ্রহণ করবেন। স্পিকারকে বিদায় জানাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী আইএমএফ পার্লামেন্টারী ওয়ার্কশপ শেষে দিল্লি থেকে ২৮মার্চ দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
×