ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কলাপাড়ায় ব্রিজের স্লাব ভেঙ্গে নদীতে পড়ে স্কুল ছাত্র জখম

প্রকাশিত: ০৬:৪৯, ২৫ মার্চ ২০১৯

কলাপাড়ায় ব্রিজের স্লাব ভেঙ্গে নদীতে পড়ে স্কুল ছাত্র জখম

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ কলাপাড়ার চরপাড়া ও পূর্ব ডালবুগঞ্জ গ্রামের সংযোগ খালের উপর ভাঙ্গা আয়রন ব্রিজের স্লাব ভেঙ্গে নদীতে পড়ে স্কুল ছাত্র সাইফুল ইসলাম (১১) জখম হয়েছে। খালে নোঙর করে রাখা ট্রলারের জেলেরা তাকে উদ্ধার করে। সোমবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে এ দূর্ঘটনা ঘটেছে। আহত সাইফুল ডালবুগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান জানান, সেতুর স্লাব ভেঙ্গে খালে পড়ে সাইফুল আহত হয়। তার পায়ে,গলায় ও পিঠে জখম হয়েছে। আর একটু দেরি হলে কিংবা জেলেরা ঘটনাস্থলে না থাকলে হয়তো সাইফুলকে বাঁচানো যেত না। স্থানীয়রা জানান, প্রায় আট বছর আগে আয়রণ ব্রিজটি বিধ্বস্ত হয়ে গেছে। জোড়াতালি দিয়ে যোগাযোগ চলছিল। ব্রিজের অধিকাংশ স্লাব ভেঙ্গে খালে পড়ে যাওয়ায় দুটি ইউনিয়নের কয়েক হাজার গ্রামবাসী ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের এ ব্রিজ দিয়ে চলাচল করতে হয় চরম ঝুঁকি নিয়ে। রাতের অন্ধকারে সবচেয়ে বেশি দূর্ঘটনা ঘটে। গত এক মাসে অন্তত ১০টি দূর্ঘটনা ঘটেছে এ ব্রিজটিতে। কিন্তু ব্রিজটি সংস্কারের উদ্যোগ নেয়া হচ্ছে না।
×