ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নবগঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাচন ৫ মে

প্রকাশিত: ০৭:০২, ২৫ মার্চ ২০১৯

নবগঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাচন ৫ মে

অনলাইন রিপোর্টার ॥ নব গঠিত ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন ৫ মে। সোমবার দেশের দ্বাদশ সিটি করপোরেশন হিসাবে গেজেট প্রকাশের পাঁচ মাস পর আগামী ৫ মে ভোটগ্রহণের দিন রেখে এ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। তফসিল অনুযায়ী, মেয়র ও কাউন্সিলর পদে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নত্র জমার শেষ সময় ৮ এপ্রিল; মনোনয়নপত্র বাছাই ১০ এপ্রিল ও প্রত্যাহারের শেষ সময় ১৭ এপ্রিল। জানা যায়, এই সিটি করপোরেশনের ১৩০টি কেন্দ্রের সব ক’টিতেই ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে। নতুন এই সিটি করপোরেশনের আয়তন ৯১ দশমিক ৩১৫ বর্গকিলোমিটার। এই সিটি করপোরেশনের মোট জনসংখ্যা ৪ লাখ ৭১ হাজার ৮৫৮ জন।
×