ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আকস্মিক বন্যায় ইরানের কয়েকশ গ্রাম পানিবন্দি, নিহত ৯

প্রকাশিত: ০৮:১৭, ২৫ মার্চ ২০১৯

আকস্মিক বন্যায় ইরানের কয়েকশ গ্রাম পানিবন্দি, নিহত ৯

অনলাইন ডেস্ক ॥ আকস্মিক বন্যায় ইরানের কয়েকটি অঞ্চল পানির নিচে চলে গেছে। প্রাণহানি ঘটেছে ৯ জনের। গুলিস্তান, মাজান্দারান, ফার্স, লোরেস্তান ও কেরমানশাহ প্রদেশে এ প্রাণহানি ঘটে। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে নদীগুলোতে পানি বেড়ে যাওয়ায় উত্তরাঞ্চলীয় এ শহরগুলোতে বন্যার সৃষ্টি হয় জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করতে ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরিকে নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি। বন্যাকবলিতদের দেখতে দেশটির ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি গুলিস্তান প্রদেশে গিয়েছেন। গুলিস্তান ও মাজান্দারান প্রদেশের প্রায় ৫৬ হাজার মানুষ এখন পানিবন্দি অবস্থায় জীবনযাপন করছে। গুলিস্তান প্রদেশের অন্তত ৭০টি গ্রাম এবং মাজান্দারান প্রদেশের ২০০’র বেশি গ্রাম এখন পানির নিচে রয়েছে। বন্যাকবলিতদের উদ্ধারে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রেডক্রিসেন্ট সোসাইটিসহ স্বেচ্ছাসেবী সংস্থাগুলো কাজ করছে।
×