ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জামালপুরে মোমবাতি জ্বালিয়ে গণহত্যায় শহীদদের প্রতি শ্রদ্ধা

প্রকাশিত: ০৮:৪২, ২৫ মার্চ ২০১৯

জামালপুরে মোমবাতি জ্বালিয়ে গণহত্যায় শহীদদের প্রতি শ্রদ্ধা

নিজস্ব সংবাদাতা, জামালপুর ॥ পঁচিশে মার্চ গণহত্যা দিবসের প্রথম প্রহর রবিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে জামালপুর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের বেদিতে মোমবাতি প্রজ্জ্বলন, পুষ্পস্তবক অর্পণ ও দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে পৃথকভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ -৭১ জামালপুর জেলা শাখা ও জেলা স্বেচ্ছাসেবকলীগ। এতে অংশ নেন সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ -৭১ জামালপুর জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক সাংবাদিক মো. লুৎফর রহমান, জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডল, আইনজীবী কামরুল হাসান জ্যোতি, মো. রফিকুজ্জামান মল্লিক তুষার, হাবিবুর রহমান সেলিম, সাংবাদিক হাফিজ রায়হান সাদা, সুজিত রায়, জ্যোতিশ চন্দ্র এষ হালিম দুলাল, আনোয়ার হোসেন, আলী আকবর, আয়নাল হক কালাচান, কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজুসহ সংগঠনটির অন্যান্য নেতৃবন্দ। অপরদিকে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ তানভীর আহাম্মেদ ও সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনির নেতৃত্বে নেতাকর্মীরা শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন।
×