ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করলেন নেতানিয়াহু

প্রকাশিত: ০৯:০২, ২৬ মার্চ ২০১৯

যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করলেন নেতানিয়াহু

গাজা থেকে ছোড়া রকেটের আঘাতে তেলআবিবে সাত ব্যক্তি আহত হওয়ার পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাঁর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করেছেন। সোমবার তার অফিস থেকে প্রচারিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘নিরাপত্তাজনিত ঘটনার প্রেক্ষিতে আমি আমার যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছি। আমি কয়েক ঘণ্টার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করব এবং এরপর আমি কাছ থেকে অভিযান পরিচালনার জন্য ইসরাইলে ফিরে আসব।’ এর আগে একটি দূরপাল্লার রকেট ইসরাইলের মধ্যাঞ্চলের একটি বাড়িতে আঘাত হানলে সাত ব্যক্তি আহত হন বলে জানায় ইসরাইলী কর্তৃপক্ষ। দূরপাল্লার ওই রকেটটি সোমবার ফিলিস্তিনের গাজা ভূখণ্ড থেকে ছোড়া হয়েছে বলে অভিযোগ করেছে ইসরাইল। ২০১৪ সালের গাজা-ইসরাইল যুদ্ধের পর এই প্রথম এ ধরনের ঘটনা ঘটল বলে জানিয়েছে দেশটি। সোমবার ভোরে তেল আবিবের উত্তরে কৃষিপ্রধান শহর মিশমেরেতের একটি বাড়িতে রকেটটি আঘাত হানে। ইসরাইলের মেগান ডেভিড এ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, মিশমারেতের একটি বাড়ির আহত সাত বাসিন্দাকে চিকিৎসা দিচ্ছে তারা, আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। খবর ইয়াহু নিউজ।
×