ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ক্রাইস্টচার্চ হামলার ঘটনা তদন্ত করবে রয়েল কমিশন

প্রকাশিত: ০৯:০২, ২৬ মার্চ ২০১৯

ক্রাইস্টচার্চ হামলার ঘটনা তদন্ত করবে রয়েল কমিশন

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন সোমবার ক্রাইস্টচার্চ মসজিদের হামলার ঘটনার স্বাধীন বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন, যাতে ১৫ মার্চ শেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী জঙ্গী হামলার প্রকৃত কারণ উদ্ঘাটন করা সম্ভব হয়। মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। আরডার্ন বলেন, হামলার ঘটনাটি আমাদের ইতিহাসের একটি কালো অধ্যায়। তাই সর্বোচ্চ তদন্তকারী সংস্থাই এর তদন্ত করবে। মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীরা এ বিষয়ে একমত পোষণ করেছেন। হামলাটি প্রতিরোধে কি করা উচিত ছিল তাও খতিয়ে দেখবে রয়েল কমিশন। এর আগে হামলার ঘটনার তদন্তের বিষয়ে একমত হয়েছিল মন্ত্রিসভার সদস্যরা। তবে কি ধরনের তদন্ত হবে তা নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি তখন। আরডার্ন জানিয়েছেন, নিউজিল্যান্ডের সবচেয়ে শক্তিশালী বিচারিক তদন্ত সংস্থা রয়েল কমিশন কিভাবে একজন বন্দুকধারী হামলা চালিয়ে ৫০ মুসল্লিকে হত্যা করতে সক্ষম হয়েছে তার কারণ খুঁজে দেখবে। সাংবাদিকদের তিনি বলেন, এটা গুরুত্বপূর্ণ যে এই ধরনের সন্ত্রাসী কর্মকা- কেন ঘটেছিল ও কিভাবে আমরা এটিকে বন্ধ করতে পারতাম এসব সমস্যা সমাধানে সবকিছু করা হবে। -এএফপি
×