ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কারাকাসে রুশ সামরিক বিমান

প্রকাশিত: ০৯:০২, ২৬ মার্চ ২০১৯

কারাকাসে রুশ সামরিক বিমান

ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে শনিবার রুশ বিমানবাহিনীর এ্যান্তনভ-১২৪ ও একটি ছোট জেট বিমান অবতরণ করে। প্রযুক্তিগত সামরিক চুক্তি পূরণে এই সামরিক বিমান পাঠানো হয়েছে। ভেনিজুয়েলার সাংবাদিক হাভিয়ার মায়রকা টুইটারে জানিয়েছেন, বিমানগুলো থেকে তিনি প্রায় এক শ’ সেনা ও ৩৫ টনের মতো সরঞ্জাম নামাতে দেখেছেন। রুশ জেনারেল ভাসিলি তনকুশকরাভ সেনাবাহিনীকে বিমান থেকে নামানোর কাজ পরিচালনা করেন -স্পুটনিক জাদুঘর ‘ডেজার্ট’ রোজ মরুভূমির গোলাপের আদলে তৈরি হলো কাতারের জাতীয় জাদুঘর। ৫২ হাজার স্কয়ার মিটারের কাঠামোটি রাজধানী দোহার উপকূলীয় এলাকায় অবস্থিত। প্রায় ৪৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার ব্যয়ে এটি নির্মিত হয়। তৈরি করতে দশ বছরের মতো সময় লেগেছে। প্রবেশ পথের নয় শ’ মিটার লাউঞ্জে রয়েছে ১১৪টি ঝর্ণার ভাস্কর্য। জাদুঘরের বহু-বক্ররেখার ছাদটি বিশালাকার গোলক ধাঁধার মতো। এতে বিভিন্ন আকৃতির ও মাপের ৭৬ হাজার জিনিস রাখা হয়েছে –এনডিটিভি
×