ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গ্রামীণফোন সূচকের পতন ঠেকাল

তিনদিন পর শেয়ারবাজারে সূচক বাড়ল

প্রকাশিত: ০৯:০৩, ২৬ মার্চ ২০১৯

তিনদিন পর শেয়ারবাজারে সূচক বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা তিন কার্যদিবস দরপতনের পর উত্থানে ফিরেছে শেয়ারবাজারের লেনদেন। সোমবার উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একইসঙ্গে বেড়েছে হাত বদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। উভয়বাজারেই চাহিদার শীর্ষে ছিল সিঙ্গার বিডি। লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত রেকর্ড ডেট ও মালিকানা বদলের খবরে কোম্পানিটি বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে উঠে আসে। একইদিনে বহুজাতিক আরও একটি কোম্পানি গ্রামীণ ফোনের চাহিদাও বেশ ছিল। জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৩০ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৪ ও ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্টে বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৮৬ ও ১৯৮০। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৮৫ কোটি ৭৭ লাখ টাকার। যা আগের দিন থেকে ৩১ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৩৫৪ কোটি টাকার। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮৪টির বা ৫৩ শতাংশের, শেয়ার দর কমেছে ১১১টির বা ৩২ শতাংশের এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫০টির বা ১৫ শতাংশ প্রতিষ্ঠানের। ডিএসইতে টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হয়েছে সিঙ্গার বিডির। কোম্পানিটির ৪৬ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৩ কোটি ১৫ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় স্থানে গ্রামীণ ফোন এবং ২১ কোটি ৮২ লাখ টাকা লেনদেনে তৃতীয় স্থানে উঠে এসেছে ইউনাইটেড পাওয়ার। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, মুন্নু সিরামিক, ব্র্যাক ব্যাংক, জেএমআই সিরিঞ্জ, লিগ্যাসি ফুটওয়্যার, প্রিমিয়ার ব্যাংক এবং ডাচ-বাংলা ব্যাংক। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯০৬ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২২৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১১টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর। সিএসইতে ১৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
×