ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারের প্রধান সমস্যা তারল্য সঙ্কট

প্রকাশিত: ০৯:০৩, ২৬ মার্চ ২০১৯

শেয়ারবাজারের প্রধান সমস্যা তারল্য সঙ্কট

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে চলমান পতনের পেছনে তারল্য সঙ্কট প্রধান কারণ হিসেবে কাজ করছে। যা অনৈতিক প্লেসমেন্টে বাণিজ্য ও স্থায়ী আমানতের (এফডিআর) সুদের হার বৃদ্ধিতে সৃষ্টি হয়েছে। এছাড়া শেয়ারবাজারে পতনের অন্যতম কারণ হিসেবে রয়েছে উদ্যোক্তা/পরিচালকদের শেয়ার বিক্রি, প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) দুর্বল কোম্পানির আগমন, নিরীক্ষকদের দুর্বল নিরীক্ষা ইত্যাদি। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারবাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের আলোচনায় এ তথ্য উঠে এসেছে। এতে ডিএসইর চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাশেম, ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমানসহ শীর্ষ ব্রোকার হাউজ ও মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানা গেছে, শেয়ারবাজারের চলমান পতনের কারণ হিসেবে তারল্য সঙ্কটের বিষয়টি উঠে এসেছে। যে কারণে লেনদেন চার শ’ কোটি টাকার নিচে নেমে এসেছে। আর এ সমস্যার সৃষ্টি হয়েছে প্লেসমেন্টে ¯্রােতের মতো শেয়ার ইস্যুর কারণে। এছাড়া এফডিআর সুদের হার বৃদ্ধির কারণে টাকা শেয়ারবাজার থেকে সরে যাচ্ছে। বৈঠকে অংশ নেয়া এক শীর্ষ ব্রোকার বলেন, তারল্য সঙ্কট এমন আকার ধারণ করেছে, যেখানে মার্চেন্ট ব্যাংকগুলোর কাছে কোন টাকা নেই। যাতে তারা শেয়ার কিনতে পারছেন না। অন্যদিকে উদ্যোক্তা/পরিচালকেরা শেয়ার বিক্রির মাধ্যমে টাকা উঠিয়ে নিয়ে আরও তারল্য সঙ্কটের সৃষ্টি করছে। ওই ব্রোকার আরও বলেন, আইপিওতে ভাল মানের কোম্পানি আসছে না। যাতে কোম্পানিগুলো ২-৩ বছরের ব্যবধানে ‘এ’ ক্যাটাগরি থেকে ছিটকে পড়ছে। যা বিনিয়োগকারীদের মধ্যে হতাশা তৈরি করছে। তিনি বলেন, নিরীক্ষকদের নিরীক্ষা মানের অবস্থা খুবই শোচনীয়। কোম্পানি কর্তৃপক্ষ যেভাবে আর্থিক হিসাব তৈরি করে, নিরীক্ষক সেটাকেই সত্যায়িত করে। প্রকৃত চিত্র যাছাই করে না। যাতে আইপিওতে আসার জন্য কোম্পানিগুলো সহজেই অতিরঞ্জিত আর্থিক হিসাব প্রকাশের সুযোগ পায়। এছাড়া নিরীক্ষার বাধ্যবাধকতা না থাকায়, কোম্পানি কর্তৃপক্ষ প্রান্তিক (কোয়ার্টার) আর্থিক হিসাবগুলো নিজেদের মতো করে বেশি সাজিয়ে প্রকাশ করে।
×