ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিএসইসির সংবাদ বয়কট

প্রকাশিত: ০৯:০৪, ২৬ মার্চ ২০১৯

বিএসইসির সংবাদ বয়কট

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) বয়কট করেছেন সাংবাদিকরা। বিনিয়োগ শিক্ষা কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অসৌজন্যমূলক আচরণের কারণে সাংবাদিকরা এই বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার আগারগাঁওয়ে বিএসইসির নিজস্ব ভবনের মাল্টিপারপাস হলে দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলন শেষে এই বয়কটের সিদ্ধান্ত নেয়া হয়। সংবাদ সম্মেলনে প্রশ্ন করা নিয়ে এবং বিএসইসিতে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এরই ধারাবাহিকতায় বিএসইসির সংবাদ সম্মেলনকে বয়কট করা হয়। ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের প্রতিবাদ ॥ সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম। সংগঠনটির সাধারণ সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিজ কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে সাংবাদিকদের সঙ্গে এই দুর্ব্যবহার এবং অকথ্য ভাষায় আক্রমণ গোটা সাংবাদিক সমাজকে মর্মাহত ও ব্যথিত করেছে। সিএমজেএফ মনে করে, বিএসইসির মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের এই আচরণ মুক্ত স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার অন্তরায়। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার পথকে রুদ্ধ করবে, যা সাংবাদিক সমাজ কোনভাবেই মেনে নেবে না। একটি দায়িত্বশীল সাংবাদিক সংগঠন হিসেবে কঠোর কর্মসূচী দেয়ার আগে সিএমজেএফ এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অনতিবিলম্বে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য বিএসইসির চেয়ারম্যানকে অনুরোধ জানাচ্ছে। আর এর গ্রহণযোগ্য সমাধান না হলে সাংবাদিকদের মর্যাদার স্বার্থে কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে সিএমজেএফ। অকারণে দর বাড়ছে সমতা লেদারের অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত সমতা লেদার কমপ্লেক্সের শেয়ার দর কোন কারণ ছাড়াই বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিল ৪৯.৮০ টাকায়। ২১ মার্চ শেয়ার দর দাঁড়ায় ৫৯.৭০ টাকায়। অর্থাৎ এই ১৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৯.৯০ টাকা বা ২০ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়াকে অস্বাভাবিক বলছে ডিএসই।
×