ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রানার অটোমোবাইলের আইপিও শেয়ার বিওতে জমা

প্রকাশিত: ০৯:০৫, ২৬ মার্চ ২০১৯

রানার অটোমোবাইলের আইপিও শেয়ার বিওতে জমা

বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে আসা কোম্পানি রানার অটোমোবাইলের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। সোমবার এই শেয়ার বিও হিসাবে জমা হয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ (সিডিবিএল) থেকে এই তথ্য জানা গেছে। এর আগে কোম্পানিটির লটারির ড্র গত ৪ মার্চ সকাল ১০টায় রাজধানীর মতিঝিলে এজিবি কলোনিতে অনুষ্ঠিত হয়। কোম্পানিটি ৩১ জানয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত, আইপিওর চাঁদা গ্রহণ করে। রানার অটোমোবাইলকে বুক বিল্ডিং পদ্ধতিতে ১০০ কোটি টাকার মূলধন উত্তোলনের জন্য প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন। কোম্পানিটি ১ কোটি ৩৯ লাখ ৩০ হাজার ৩৪৮টি সাধারণ শেয়ার ইস্যু করে। -অর্থনৈতিক রিপোর্টার
×