ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে বিদেশী মুদ্রা জাল চক্রের চার সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৯:০৯, ২৬ মার্চ ২০১৯

রাজশাহীতে বিদেশী মুদ্রা জাল চক্রের চার সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বিদেশী মুদ্রা জাল চক্রের চারজন সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সকালে নগরীর লক্ষ্মীপুর ও রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের প্রধান ফটকের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে তাদের সাংবাদিকদের সামনে হাজির করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, মাদারীপুর জেলার শিবচরের বৈকুন্টপুর এলাকার মৃত কাদির মোল্লার দুই ছেলে টুটুল মোল্লা ও মমতাজ উদ্দিন মোল্লা এবং গোপালগঞ্জ আকদিয়া এলাকার মজিবুর শেখের ছেলে ইলু শেখ ও একই এলাকার খালেক শেখেরে ছেলে বাবলু শেখ। মহানগর গোয়েন্দা পুলিশ বলেন, লক্ষ্মীপুর এলাকার সেঞ্চুরী আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। সেখান থেকে গ্রেফতার করা হয় ইলু শেখ ও বাবুল শেখকে। তাদের কাছে পাওয়া যায় দুইটি ১০০ রিয়ালের সৌদি আসল নোট এবং ২০১টি জাল নোট। পরে তাদের দেয়া তথ্যে রামেক হাসপাতালের প্রধান ফটকের সামনে থেকে টুটুল ও মমতাজকে গ্রেফতার করা হয়। তারা বেশ কিছুদিন যাবত রাজশাহীতে অবস্থান করে বিদেশী জাল মুদ্রার কারবার করছিল বলে জানান তিনি। গফরগাঁওয়ে ইউপি চেয়ারম্যানের আত্মহত্যা নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ, ২৫ মার্চ ॥ গফরগাঁওয়ের দত্তেরবাজার ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও দত্তেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন রবিবার ভোরে নিজ বাসায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পারিবারিক সূত্রে জানা যায়, জামাল উদ্দিনের সঙ্গে দীর্ঘদিন যাবত তার ছোট ভাই খালেকুজ্জামান খোকনের জমি বিক্রির টাকা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাত সাড়ে ৮টার দিকে তার ছোট ভাই মোবাইল ফোনে টাকার জন্য চাপ দেয়, ওই রাতেই জামাল আত্মহত্যা করে। তার ছোট ভাই খোকন বলেন, বড় ভাইয়ের সঙ্গে রবিবার রাত সাড়ে ৮টায় জমি বিক্রির টাকা নিয়ে কথা কাটাকাটি হয় তখন ভাইকে সোমবার সকালে টাকা রেডি রাখার জন্য বলি। তিনি আরও বলেন, সোমবার দিন টাকা না পেলে সমস্যা হবে। এখন সকালে এসে ভাইয়ের লাশ পেলাম।
×