ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চন্দনাইশে চেয়ারম্যান পদের ফল স্থগিত ॥ ৩টিতে আওয়ামী লীগ প্রার্থী

প্রকাশিত: ০৯:০৯, ২৬ মার্চ ২০১৯

চন্দনাইশে চেয়ারম্যান পদের ফল স্থগিত ॥ ৩টিতে আওয়ামী লীগ প্রার্থী

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম ॥ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের ফলাফল স্থগিত রেখেছে জেলা নির্বাচন অফিস। দুটি কেন্দ্রে পুনর্নির্বাচনের পর এই উপজেলার ফল ঘোষিত হবে। তবে পুনর্নির্বাচনের তারিখ এখনও নির্ধারিত হয়নি। চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস সূত্রে জানানো হয়, ভাইস চেয়ারম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মাওলানা সোলায়মান ফারুকী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জিতেছেন আওয়ামী লীগ সমর্থিত এ্যাডভোকেট কামেলা খানম রূপা। তবে চেয়ারম্যান পদে দুটি কেন্দ্রে পুনর্নির্বাচন হবে। রবিবার অনুষ্ঠিত নির্বাচনে উপজেলার পূর্ব চন্দনাইশ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একদল দুর্বৃত্ত জোরপূর্বক জাল ভোট দেয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে দুর্বৃত্তরা গুলি চালালে ফরহাদ হোসেন নামের এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হন। নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চৌধুরী দোয়াত-কলম প্রতীক নিয়ে ২২ হাজার ২২৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের একেএম নাজিম উদ্দিন পেয়েছেন ১৯ হাজার ৬৭৪ ভোট। ভোটের ব্যবধান কম হওয়ায় স্থগিত দুটি কেন্দ্রেও পুনর্নির্বাচন প্রয়োজন। দক্ষিণ চট্টগ্রামের বাকি তিন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন- পটিয়ায় আওয়ামী লীগের মোতাহারুল ইসলাম চৌধুরী, বোয়ালখালীতে আওয়ামী লীগের নুরুল আলম এবং বাঁশখালীতে আওয়ামী লীগের চৌধুরী মোহাম্মদ গালিব। এছাড়া পটিয়ায় ভাইস চেয়ারম্যান পদে তিমির বরণ চৌধুরী, বোয়ালখালিতে এসএম সেলিম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীম আরা বেগম, বাঁশখালীতে মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেহেনা আক্তার কাজমী এবং চন্দনাইশে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কামেলা খানম রূপা নির্বাচিত হয়েছেন।
×