ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্প স্থানান্তর সিদ্ধান্তকে জাতিসংঘের স্বাগত

প্রকাশিত: ০৯:১৭, ২৬ মার্চ ২০১৯

রোহিঙ্গা ক্যাম্প স্থানান্তর সিদ্ধান্তকে জাতিসংঘের স্বাগত

জনকণ্ঠ ডেস্ক ॥ রোহিঙ্গা ক্যাম্প ভাসানচরে স্থানান্তরে বাংলাদেশ সরকারের নেয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। সোমবার জাতিসংঘের বাংলাদেশ তথ্য কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর ওয়েবসাইটের। জাতিসংঘের ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের কক্সবাজার থেকে ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা গ্রহণ করেছে। বিকল্প স্থানে রোহিঙ্গাদের নেয়ায় কক্সবাজারের ক্যাম্পে অতিরিক্ত লোক কমবে। আমরা সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানাই। এতে আরও বলা হয়, জাতিসংঘ বাংলাদেশ সরকারের এই স্থানান্তর প্রক্রিয়ায় যুক্ত রয়েছে। এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে। ভাসানচরে রোহিঙ্গাদের পাঠানোর আগে তাদের নিরাপত্তা ও জীবন-জীবিকা নিশ্চিত করতে আমরা আলোচনা করছি। ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরে সরকারের পদক্ষেপ খুব সুস্পষ্ট করা প্রয়োজন।
×