ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্লগার অভিজিত হত্যা মামলা ট্রাইব্যুনালে

প্রকাশিত: ০৯:১৮, ২৬ মার্চ ২০১৯

ব্লগার অভিজিত হত্যা মামলা ট্রাইব্যুনালে

স্টাফ রিপোর্টার ॥ ব্লগার অভিজিত রায় হত্যা মামলা বিচারের জন্য সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে পাঠনোর নির্দেশ দিয়েছে সিএমএম আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম মোঃ সারাফুজ্জামান আনছারী এ আদেশ দেন। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি একুশে গ্রন্থমেলা থেকে বের হওয়ার পর টিএসসির কাছে চাপাতির আঘাতে খুন হন মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও বিজ্ঞানবিষয়ক লেখক অভিজিত রায়। জঙ্গীরা তার স্ত্রী রাফিদা আহমেদ ওরফে বন্যাকেও হামলায় গুরুতর আহত করে। অভিজিতের বাবা শিক্ষাবিদ অজয় রায়ের দায়ের করা মামলায় গত ১৩ মার্চ তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের পুলিশ ইন্সপেক্টর মুহাম্মাদ মনিরুল ইসলাম নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের সামরিক শাখার প্রধান সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক ওরফে মেজর জিয়াসহ ৬ জনকে অভিযুক্ত করের চার্জশীট দাখিল করেন।আসামিরা হলেন, আকরাম হোসেন ওরফে আবির ওরফে আদনান ওরফে হাসিবুল ওরফে আব্দুল্লাহ, আরাফাত রহমান ওরফে সিয়াম ওরফে শামস ওরফে সাজ্জাদ, মোজাম্মেল হোসেন ওরফে সায়মন ওরফে শাহরিয়ার ও মোঃ আবু সিদ্দিক ওরফে সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে সাহাব।
×