ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শেষ ষোলোয় সিমোনা-ভেনাস লড়াই

প্রকাশিত: ১১:৪৭, ২৬ মার্চ ২০১৯

শেষ ষোলোয় সিমোনা-ভেনাস লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ নাওমি ওসাকা, সেরেনা উইলিয়ামস, এ্যাঞ্জেলিক কারবার ও এলিনা সিতোলিনার মতো তারকারা তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন। এমনকি গতবার মিয়ামি ওপেনে শিরোপা জেতা চার নম্বর বাছাই যুক্তরাষ্ট্রের স্লোয়ান স্টিফেন্সও সোমবার বিদায় নিয়েছেন। এরপরও মিয়ামি ওপেনের উত্তেজনার রেশ কমেনি। কারণ শেষ ষোলোয় সবচেয়ে আকর্ষণীয় লড়াই হতে যাচ্ছে ভেনাস উইলিয়ামস ও সিমোনা হ্যালেপের মধ্যে। সোমবার তৃতীয় রাউন্ডে সাবেক বিশ্বসেরা ভেনাস ৬-৩, ৬-১ সেটে উড়িয়ে দিয়েছেন রাশিয়ান তরুণী দারিয়া কাসাতকিনাকে। আর বর্তমানে বিশ্বের দুই নম্বর রোমানিয়ার সিমোনা কিছুটা ঘাম ঝরিয়েই স্লোভেনিয়ার পোলোনা হারকগকে হারিয়েছেন। এবার কোয়ার্টারে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবেন সিমোনা-ভেনাস। তবে আরেকটি বড় অঘটন সোমবার দেখেছে মিয়ামি। চার নম্বর বাছাই বর্তমান চ্যাম্পিয়ন মার্কিন তারকা স্টিফেন্সকে জার্মানির অবাছাই তাতিয়ানা মারিয়া ৬-৩, ৬-২ সেটে পরাস্ত করেন। তবে ৫ নম্বর বাছাই চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভা উঠে গেছেন শেষ ষোলোয়। সিমোনাকে হঁটিয়ে গত জানুয়ারির শেষে ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছিলেন জাপানের তরুণী নাওমি ওসাকা। কিন্তু ইন্ডিয়ান ওয়েলসে চতুর্থ রাউন্ড আর মিয়ামিতে তৃতীয় রাউন্ড থেকে বাদ পড়ার কারণে এখন তার শীর্ষস্থান আবার হারানোর শঙ্কায় পড়েছে। সিমোনার নৈপুণ্যই এখন নিশ্চিত করতে পারে তার এক নম্বর অবস্থান ফিরে পাওয়ার বিষয়টি। সে পথে আরেক ধাপ এগিয়েছেন এ রোমান তারকা। তবে অবাছাই হারকগ কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন তাকে। প্রথম সেটেই জয় তুলে নেন স্লোভেনিয়ার তরুণী। দ্বিতীয় সেটেও দারুণ লড়াই করে টাইব্রেক পর্যন্ত টেনে নেন। ম্যাচে সিমোনার ঘুরে দাঁড়ানো তখন থেকেই। দ্বিতীয় সেটের টাইব্রেকে ৭-১ ব্যবধানে জিতে নেন তিনি। এরপর ফলাফল নির্ধারণী তৃতীয় সেটে হারকগকে ৬-২ ব্যবধানে উড়িয়ে দেন। সবমিলিয়ে প্রায় ৩ ঘণ্টাব্যাপী লড়াইয়ের পর ম্যাচে তার জয়ের স্কোরলাইন ছিল ৫-৭, ৭-৬ (৭-১), ৬-২। ২৭ বছর বয়সী সিমোনা এখন যদি মিয়ামিতে শিরোপা জিততে পারেন তবেই আবার শীর্ষস্থান ফিরে পাবেন র‌্যাঙ্কিংয়ে। তবে শেষ ষোলোতে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হবে তাকে। চলতি আসরে দুর্দান্ত ফর্মে থাকা ৭ গ্র্যান্ডস্লামজয়ী ৩৮ বছর বয়সী ভেনাস তার প্রতিপক্ষ। তৃতীয় রাউন্ডেও ভেনাস ছিলেন দুরন্ত। ১৪তম বাছাই রাশিয়ান সুন্দরী কাসাতকিনাকে ৬-৩, ৬-১ সেটে বিধ্বস্ত করেছেন তিনি। ২১ বছর বয়সী কাসাতকিনা মাত্র ৭৪ মিনিটেই পরাজিত হন।
×