ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশকে টেনে আফ্রিদির নির্লজ্জ মন্তব্য!

প্রকাশিত: ১১:৪৭, ২৬ মার্চ ২০১৯

বাংলাদেশকে টেনে আফ্রিদির নির্লজ্জ মন্তব্য!

স্পোর্টস রিপোর্টার ॥ একাধিক তারকা ও সিনিয়র ক্রিকেটারকে বিশ্রামে রেখে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ খেলছে পাকিস্তান। আনপ্রেডিক্টেবল দলটি তার খেসারতও দিচ্ছে। হোম কন্ডিশন আমিরাতে প্রথম দুই ওয়ানডেতে লজ্জাজনকভাবে হেরে এখন সিরিজ খোয়ানোর শঙ্কায় শোয়েব মালিকের দল। বিষয়টি নিয়ে পাকিস্তানে চলছে ব্যাপক সমালোচনা। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অত্যন্ত নির্লজ্জ ও অনাকাক্সিক্ষতভাবে বাংলাদেশকে হেয় করেছেন শহীদ আফ্রিদি। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘খেলা যদি বাংলাদেশ, জিম্বাবুইয়ে বা ৭/৮ নম্বর দলের বিপক্ষে হতো তাহলে হয় তো আমি মানতাম সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে নতুনদের সুযোগ দেয়া হোক। সিরিজে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, তাদের বিপক্ষে রান পেলে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়বে। যাদের বিশ্রাম দেয়া হয়েছে এমন না তারা ১৫-২০ বছর ধরে ক্রিকেট খেলছে। তাই আমার মনে হয় না এটা সঠিক সিদ্ধান্ত।’ আফ্রিদি হয়ত বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে খোঁজ রাখেন না। শ্রীলঙ্কা-পাকিস্তানকে পেছনে ফেলে এবারের এশিয়া কাপের ফাইনালে খেলে মাশরাফি বিন মর্তুজার দল। ২০১৫ সালেও পাকিস্তানের মূল দলকে ওয়ানডে সিরিজে ‘৩-০’ তে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। ২০১৬ সালে এশিয়া কাপেও আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তান দলকে এশিয়া কাপে হারিয়েছিল টাইগাররা। ২০১৮ সালে নিজেদের শক্তিশালী দল নিয়েও সাকিব তামিম বিহীন বাংলাদেশ দলের বিপক্ষে হারতে হয়েছিল পাকিস্তান দলকে। আর সার্বিক হিসেবে পাকিস্তানের বিপক্ষে গত ৫ বছরে শেষ ৬টি সীমিত ওভারের ম্যাচে ৫টিতেই পাকিস্তানের শক্তিশালী দলকে হারিয়েছে টিম টাইগার। আফ্রিদি এই মন্তব্য করার আগে একটু ভেবে দেখলেন না যে এতে তার নির্লজ্জতা প্রকাশ পেয়ে যাবে!
×