ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

’৭১’র গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি

প্রকাশিত: ১৩:০০, ২৬ মার্চ ২০১৯

’৭১’র গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ১৯৭১ সালের ২৫ মার্চে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করেছে ঘাতক-দালাল নির্মূল কমিটি। একই সঙ্গে বাংলাদেশে ধর্মের নামে সন্ত্রাস ও গণহত্যার রাজনীতি নিষিদ্ধ করতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অবিলম্বে জামায়াতে ইসলামীর বিচার শুরু করার দাবি জানানো হয়। সোমবার রাত আটটায় ৪৯তম গণহত্যা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত আলোর মিছিল ও আলোচনা সভা থেকে এই দাবি জানানো হয়। আলোচনা সভায় শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি, সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সহ-সভাপতি ও মুনতাসীর মামুন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন একাত্তরের ঘাতক-দালাল-নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে গণহত্যায় কালরাত্রির ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক মুনতাসীর মামুন। এ সময় গণহত্যার ৪৮ বছর উপলক্ষে ৪৮টি মশাল প্রজ্বালন করা হয়। আলোচনা সভা শেষে রাত ৯টা ১ মিনিটে মশাল মিছিল নিয়ে ঢাকা বিশ^বিদ্যালয়ের জগন্নাথ হলের শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অতিথিরা।
×