ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

অধিকৃত গোলান উপত্যকায় ইসরাইলের সার্বভৌমত্বের স্বীকৃতি দিলেন ট্রাম্প

প্রকাশিত: ১৩:১৮, ২৬ মার্চ ২০১৯

অধিকৃত গোলান উপত্যকায় ইসরাইলের সার্বভৌমত্বের স্বীকৃতি দিলেন ট্রাম্প

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের কয়েক দশকের নীতি পাস কাটিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ইসরাইল-অধিকৃত গোলান মালভূমি উপত্যকায় ইসরাইলের সার্বভৌমত্বের স্বীকৃতি দিলেন। সোমবার তিনি এই স্বীকৃতি দিয়ে একটি ঘোষণাপত্রে সই করেন বলে জানিয়েছে কাতারের গণমাধ্যম। খবর আল-জাজিরার। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হোয়াইট হাউস সফরের পর এই ঘোষণা এলো। এদিন সকালে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে মধ্য ইসরাইলের একটি বাসায় রকেট হামলা হয়েছে উল্লেখ করে দেশটির প্রধানমন্ত্রী তার সফর সংক্ষিপ্ত করার কথা জানান। পরবর্তীতে গাজায় হামাস-নিয়ন্ত্রিত ভবন ও স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে ইসরাইলী সেনাবাহিনী হামলা চালায় বলে জানিয়েছে তারা। এদিকে ইসরাইলে রকেট হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করা হয়েছে হামাসের পক্ষ থেকে।
×