ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণার দাবিতে জলঢাকায় আলোর মিছিল

প্রকাশিত: ০১:২৬, ২৬ মার্চ ২০১৯

২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণার দাবিতে জলঢাকায় আলোর মিছিল

স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ "শুধিতে হবে জম্মের ঋণ চলে এসো আলোর মিছিলে" এই শ্লোগানকে ধারণ করে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকি বাহিনী ও তাদের দোষরদের সংঘটিত ইতিহাসের বর্বরতম গণহত্যাকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবিতে নীলফামারীর জলঢাকা উপজেলায় আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এ উপলক্ষে সোমবার দিবাগত গভীর রাতে সম্মিলিত সাংস্কৃতিক জোট, শতফুল ফুটতে দাও এবং ভাওয়াইয়া একাডেমীর উদ্দ্যোগে স্থানীয় বঙ্গবন্ধু চত্বর হতে আলোর মিছিল বের হয়। মিছিলে অংশগ্রহনকারীরা হাতে প্রজ্বলিত মোমবাতি সহ পৌরশহরের সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। আয়োজক সংগঠনগুলোর সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল গফফারের সভাপতিত্বে এসময় বক্তব্যে রাখেন, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মহিলা ভাইসচেয়ারম্যান মনোয়ারা বেগম, কর ইন্সপেক্টর আব্দুস সালাম, প্রভাষক শাখাওয়াত হোসেন, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদের ও প্রভাষক অবিনাশ রায় প্রমুখ।
×