ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় ৪৮তম স্বাধীনতা দিবস পালিত

প্রকাশিত: ০২:১৩, ২৬ মার্চ ২০১৯

মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় ৪৮তম স্বাধীনতা দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর ॥ মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় ৪৮তম স্বাধীনতা দিবস পালিত হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, দোয়া মাহফিল, জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার ও শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। আজ মঙ্গলবার সূর্য্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির পর কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, মির্জাপুর প্রেসক্লাব, সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়। সকাল আটটায় মির্জাপুর সরকারী সদয় কৃষ্ণ উচ্চ বিদ্যালয় মাঠে পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানের সুরে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান শুরু করা হয়। পরে পুলিশ, আনসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেকের সভপতিত্বে সংক্ষিপ্ত বক্তৃতা করেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস।
×