ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে

প্রকাশিত: ০২:২১, ২৬ মার্চ ২০১৯

নীলফামারীতে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে

স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ যথাযথ মর্যাদায় সারা দেশের ন্যায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে আজ রবিবার নীলফামারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে। ভোর ৫টা ৫৭ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা স্মৃতি অম্লানে শহীদদের স্মরনে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়। রাস্ট্রের পক্ষে সর্বপ্রথম পুস্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসন। এরপর পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, বিচার বিভাগ, স্বাস্থ্য বিভাগ, আওয়ামী লীগ, জাতীয়পার্টি, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী বেসরকারী ভবন সমুহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।সকাল সারে ৮টায় নীলফামারী স্টেডিয়ামে জেলা প্রশাসক জাকীর হোসেন ও পুলিশ সুপার জাকির হোসেন খান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, এবং বিভিন্ন সংগঠনের সমাবেশ ও কুচকাওয়াজের সালাম গ্রহন করেন। এ সময় বীরমুক্তিযোদ্ধাদের রজনীগন্ধায় শুভেচ্ছা জানানো হয়। কুচওয়াজ শেষে ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের ক্রীড়ানুষ্ঠান হয়েছে একই স্থানে। কুচকাওয়াজে শেষে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ডিসপ্লে প্রর্দশন করে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান,সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মমতাজুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম সহ বিভিন্ন সরকারী ও আধা সরকারী দপ্তরের কর্মকর্তাগন। এ ছাড়া জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় অনুরূপ ভাবে দিবসটি পালিত করা হচ্ছে।দিবসটি পালনে দিনব্যাপী আরো অন্যান্য অনুষ্ঠান চলছে। যা রাত পর্যন্ত চলবে।
×