ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাগেরহাটে মহান স্বাধীনতা দিবস পালিত

প্রকাশিত: ০২:২৪, ২৬ মার্চ ২০১৯

বাগেরহাটে মহান স্বাধীনতা দিবস পালিত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সকালে শহরের দশানীস্থ স্বাধীনতার শহীদ বেদীতে জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের নেতৃত্বে প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক করা অর্পন করা হয়। পরে পুলিশ সুপার, জেলা পরিষদ, আওয়ামীলীগ, বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জন, প্রেসক্লাব, জেলা আইনজীবী সমিতি, পি.সি. কলেজ, এলজিইডি, সচেতন নাগরিক কমিটি, বিএমএ, চেম্বার-সহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তি শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ডা: মোজাস্মেল হোসেন এমপি, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়সহ উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দল ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বাগেরহাট ষ্টেডিয়ামে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, বিভিন্ন প্রকার শরীর র্চ্চা ও মনোমুগ্ধকর ডিসপ্লে এবং মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
×