ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত

প্রকাশিত: ০২:৩২, ২৬ মার্চ ২০১৯

হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের স্মরন করার মধ্য দিয়ে ব্যাপক উৎসাহ উদ্দিপনায় মঙ্গলবার হবিগঞ্জে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৯। জেলা প্রশাসনের উদ্যোগে এবং ডিসি মাহমুদুল কবীর মুরাদ ও এসপি মোহাম্মদ উল্ল্যা’র সার্বিক তত্বাবধানে জালাল স্টেডিয়ামে আয়োজিত এই দিবসে কুচকাওয়াজ ছাড়াও বি,কে,জি,সি সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় ও বিয়াম ল্যাবরেটরী স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষার্থী কর্তৃক বঙ্গবন্ধু, শেখ হাসিনা, মুক্তিযোদ্ধা ও রাজাকারদের ভূমিকা নিয়ে নানা আকর্ষনীয় ডিসপ্লে উৎসুক জনতার দৃষ্টি কাড়ে। এছাড়াও জেলা প্রশাসন কর্তৃক মুক্তিযোদ্ধাদের সর্ম্বধনা ও আলোচনা সভা, হাসপাতাল-কারাগার, এতিমখানায় উন্নত মানের খাদ্য বিতরণ সহ আলাদাভাবে বিভিন্ন স্কুলে অনুষ্ঠিত হয় নানা কর্মসূচী। তার আগে ৭১’সালের ২৫ মার্চ রাতে নিরীহ বাঙালীদের ওপর পাকিস্তানী বাহিনী কর্তৃক গণহত্যা চালানোর প্রতিবাদ ও এই দিনটিকে আন্তজার্তিক স্বীকৃতি দেবার দাবীতে শহরের দুর্জয় স্মৃতি সৌধে ডিসি মাহমুদুল কবীর মুরাদের নের্তৃত্বে জেলা প্রশাসন, এসপি মোহাম্মদ উল্ল্যা’র নের্তৃত্বে পুলিশ প্রশাসন, মোহাম্মদ আলী পাঠানের নের্তৃত্বে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট ও সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিনের নের্তৃত্বে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচী পালন করে।
×