ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উলামা দলের সভাপতি এমএ মালেকের প্রতি বিএনপির শেষ শ্রদ্ধা

প্রকাশিত: ০৩:৫৯, ২৬ মার্চ ২০১৯

উলামা দলের সভাপতি এমএ মালেকের প্রতি বিএনপির শেষ শ্রদ্ধা

অনলাইন রিপোর্টার ॥ জাতীয়তাবাদী উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেকের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার ভোর সাড়ে তিনটায় ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মারা যান হাফেজ আবদুল মালেক। তার বয়স হয়েছিলো ৬৮ বছর। সকাল সাড়ে ১১টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার কফিন নিয়ে আসা হলে দলীয় পতাকা দিয়ে ঢেকে দেয়া হয়। এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ নেতৃবৃন্দ কফিনে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। উলামা দলের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করেন সাধারণ সম্পাদক শাহ নেছারুল হকের নেতৃত্বে নেতৃবৃন্দ। নয়া পল্টনের কার্যালয়ের সামনে সকাল ১১টায় মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, এজেডএম জাহিদ হোসেন, আবদুস সালাম, রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, অনিন্দ্য ইসলাম অমিত, মোরতাজুল করীম বাদরু, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব শেখ গোলাম আজগরসহ উলামা দলের নেতা-কর্মীরা অংশ নেন। জানাজায় ইমামতি করেন উলামা দলের সাধারণ সম্পাদক শাহ নেছারুল হক। পরিবারের সদস্যরা জানান, হাফেজ আবদুল মালেককে গাজীপুরের শ্রীপুরে গ্রামের বাড়িতে নিজের প্রতিষ্ঠিত মাদরাসার মসজিদের পাশেই দাফন করা হবে।
×