ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিরাজগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালন

প্রকাশিত: ০৫:০৮, ২৬ মার্চ ২০১৯

সিরাজগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালন

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ দিনভর নানান কর্মসূচীর মধ্যে দিয়ে সিরাজগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার ভোর ৬ টা ১ মিনিটে সিরাজগঞ্জে নির্মাধীন শহীদ স্মৃতি স্তম্ভ সৌধে মুক্তিযুদ্ধে শহীদের স্মরণে প্রথমে জেলা প্রশাসক পুস্পস্তবক অর্পণ করেন। পরে স্থানীয় সংসদ সদস্য , জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল,শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, প্রেসক্লাব, স্বাচিপসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এক এক করে পুস্পস্তবক অর্পন করা হয়। সকাল আটটায় শহীদ শামছুদ্দিন ষ্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পুলিশ, আনসার রোভার স্কাউট, গার্লস গাইড, বিএনসিসিসহ সম্মিলিত কুচকাওয়াজে ছালাম গ্রহন করেন অতিথিবৃন্দ। এসময় মনোমুগ্ধকর ডিসপ্লে প্রর্দশনী করে শিক্ষার্থীরা। পরে ডিসপ্লে ও কুচাকাওয়াজে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। দুপুরে শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে জাতীর শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে সম্মাননা দেয়া হয়। বিকেলে অনুষ্ঠিত হয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা।
×