ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

প্রকাশিত: ০৬:০১, ২৬ মার্চ ২০১৯

দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে সকালে র্যালী বের করে জেলা আওয়ামীলীগ। পরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ অর্পন করা হয়। এ সময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাড. জাকিয়া তাবাসসুম জুঁই, দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম, দিনাজপুর পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, সাবেক এমপি এ্যাড. আব্দুল লতিফ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও দিনাজপুর প্রেসক্লাব, জেলা পুজা উদযাপন পরিষদ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ দিবসটি উপলক্ষ্যে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানায়। দুপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন আয়োজিত বন্ধন কমিউনিটি সেন্টারে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান হয়। এদিকে দিনব্যাপী দিনাজপুর গোড়-এ শহীদ ময়দানে ডিসপ্লেতে অংশগ্রহণ করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি উন্নয়শীল বাংলাদেশকে উন্নত দেশে পরিনত করতে মুক্তিযোদ্ধাদের প্রস্তুত থাকার আহবান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এদেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখি সমৃদ্ধি বাংলাদেশ গড়ার লড়াই করছেন। এ লড়াইয়ের বাঁধা হয়ে দাড়িয়েছেন বিএনপি, জামায়াত, শিবিরসহ স্বাধীনতা বিরোধীরা। তিনি বলেন, যে স্বপ্ন পূরণে মুক্তিযোদ্ধারা পাক্ হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে অবর্তীর্ণ হয়েছিল নিন্মাধ্য আয়ের দেশে উত্তরণে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। উন্নত দেশের স্বপ্ন পুরণে মুক্তিযোদ্ধাদের প্রস্তুত থাকতে হবে।
×