ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সীমান্ত দেয়াল নির্মাণে এক শ’ কোটি ডলার দিয়েছে পেন্টাগন

প্রকাশিত: ০৮:১৭, ২৭ মার্চ ২০১৯

সীমান্ত দেয়াল নির্মাণে এক শ’ কোটি ডলার দিয়েছে পেন্টাগন

মেক্সিকো সীমান্তে নতুন দেয়াল নির্মাণের জন্য সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারদের কাছে এক শ’ কোটি ডলার হস্তান্তর করার অনুমোদন দিয়েছে পেন্টাগন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জরুরী অবস্থা ঘোষণার পর কংগ্রেসকে পাস কাটিয়ে এই প্রথম অর্থ ছাড় করা হলো। নির্বাচনী প্রচারের সময় মেক্সিকো সীমান্তে এই দেয়াল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। এই অনুমোদনের প্রতিবাদ জানিয়েছে ডেমোক্র্যাটরা। এই অর্থ দিয়ে মেক্সিকো সীমান্তে ৯১ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে। দক্ষিণাঞ্চলের এই সীমান্তের অবস্থাকে সঙ্কট বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি যুক্তরাষ্ট্রে অপরাধীদের প্রবেশ বন্ধে দেয়াল নির্মাণের ওপর জোর দেন। তার সমালোচকরা বলছেন, সীমান্তের জরুরী অবস্থা ট্রাম্পের মনগড়া। পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়, ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শ্যানাহান ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ও কাস্টমস এ্যান্ড বর্ডার প্যাট্রল’র সহায়তায় সীমান্তে দেয়াল নির্মাণের পরিকল্পনা ও তা বাস্তবায়নের জন্য মার্কিন সামরিক বাহিনীর ইঞ্জিনিয়ার কোরের কমান্ডারকে ১০০ কোটি ডলার অনুমোদন দিয়েছেন। বিবৃতিতে কেন্দ্রীয় একটি আইনের উল্লেখ করা হয়েছে যেখানে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে মাদক চোরাচালান রোধে যাতে আইনশৃঙ্খলাবাহিনী কার্যকর পদক্ষেপ নিতে পারে সেজন্য সড়ক ও কাঁটাতারের বেড়া নির্মাণের ক্ষমতা দেয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে। ১৮ ফুট লম্বা ওই কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে চলাচল করা যাবে। এই অর্থ দিয়ে সড়ক উন্নয়ন ও নতুন বাতি বসানো হবে। ডেমোক্র্যাটের সিনেটররা অভিযোগ করেন, কংগ্রেসকে এই অর্থ হস্তান্তরের বিষয়ে জানানোর আগে সংশ্লিষ্ট কমিটির অনুমতি নেয়া হয়নি। সিএনএন জানায়, প্রতিরক্ষামন্ত্রী শ্যানাহানের কাছে লেখা চিঠিতে সিনেটররা বলেছেন, অর্থ হস্তান্তরের পরিমাণ এবং কংগ্রেসের প্রতিরক্ষা কমিটির অনুমোদন ছাড়াই যে বিভাগ অর্থ হস্তান্তর বাস্তবায়ন করেছে এই দুই পক্ষের বিরুদ্ধেই কঠোর আপত্তি জানাই। কংগ্রেস সীমান্ত দেয়াল নির্মাণে ট্রাম্পের চাওয়া ৫৭০ কোটি ডলার দিতে অস্বীকৃতি জানায়। এরপর ১৫ ফেব্রুয়ারি জরুরী অবস্থা ঘোষণা করেন ট্রাম্প। জরুরী অবস্থা ঘোষণার পর তিনি কংগ্রেসকে পাশ কাটানোর সিদ্ধান্ত নেন এবং সামরিক বাহিনীর অর্থে সীমান্ত দেয়াল নির্মাণের পরিকল্পনা করেন। ট্রাম্পের জরুরী অবস্থা ঘোষণাকে অসাংবিধানিক বলে অভিহিত করেন ডেমোক্র্যাটরা।
×