ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গুপ্তচরবৃত্তির অভিযোগ

তুরস্কে মার্কিন দূতাবাস স্টাফের বিচার শুরু

প্রকাশিত: ০৮:১৮, ২৭ মার্চ ২০১৯

তুরস্কে মার্কিন দূতাবাস স্টাফের বিচার শুরু

তুরস্কে ২০১৬ সরকার উৎখাতের ব্যর্থ চেষ্টায় গুপ্তচর বৃত্তির অভিযোগে মার্কিন দূতাবাসের এক কর্মকর্তার বিচার তুর্কী আদালতে মঙ্গলবার শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র ও এর ন্যাটো সহযোগীর মধ্যে যেসব কারণে উত্তেজনা উস্কে উঠেছে সেগুলোর মধ্যে এ গুপ্তচরবৃত্তির অভিযোগ অন্যতম। খবর এএফপির। তুর্কী নাগরিক ও মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট এ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে সংযোগ রক্ষাকারী মেতিন তোপাজকে ২০১৭ সালে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ভিত্তিক ধর্মীয় ব্যক্তিত্ব ফেতুল্লাহ গুলেনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ আনা হয়। ফেতুল্লাহ গুলেন ২০১৬ সালের ব্যর্থ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন বলে আঙ্কারার দাবি। সিরীয় যুদ্ধ, তুরস্কের রুশ ক্ষেপণাস্ত্র ক্রয় ও গুলেনকে প্রত্যার্পণে যুক্তরাষ্ট্রের অস্বীকৃতির বিষয়ে অনৈক্য দেখা দিলে ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে সম্পর্কের অবনতি হয় এবং বিচার শুরু হলো এরকম পরিস্থিতিতে। ইস্তান্বুলে ক্যাগলেয়ান আদালতে তোপাজের বিচারের প্রথম শুনানি শুরু হয়েছে এবং চলবে তিনদিন। তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত হলে তাকে যাবজ্জীবন কারাদ- ভোগ করতে হবে। মার্কিন দূতাবাস এ অভিযোগকে সম্পূর্ণভাবে যুক্তিহীন বলে উল্লেখ করেছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন অন্যায়ভাবে আটক তুর্কী নাগরিক, তাদের স্টাফকে মুক্তি দেয়ার বিষয়টি অগ্রাধিকার দাবি রাখে ঠিক যেমন সন্ত্রাসের অভিযোগে কারাবন্দী যুক্তরাষ্ট্র তুরস্কের দ্বৈত নাগরিক নাসার বিজ্ঞানী সেরকান গোলজের মুক্তি পাওয়ার অগ্রাধিকার রয়েছে। তোপাজের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সে একই অভিযাগে গৃহবন্দী করে রাখা হয়েছে মার্কিন দূতাবাসের আরও ১ জন স্থানীয় কর্মকর্তা মেত কানতুর্ককে। এক বিচারক জানুয়ারিতে তুরস্কের দক্ষিণাঞ্চলে আদানায় মার্কিন দূতাবাসের সাবেক স্থানীয় কর্মকর্তা হামজা উলুকের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত কুর্দী জঙ্গীদের সহযোগিতার অভিযোগ আনে।
×