ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অস্ত্রবিরতি সত্ত্বেও গাজায় বিমান হামলা

প্রকাশিত: ০৮:১৮, ২৭ মার্চ ২০১৯

অস্ত্রবিরতি সত্ত্বেও গাজায় বিমান হামলা

ইসরাইল মঙ্গলবার গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে এবং ফিলিস্তিনী জঙ্গীরা একটি অস্ত্রবিরতি চুক্তি সম্পন্ন হওয়ার রিপোর্টের পরও নতুন করে রকেট হামলা চালিয়েছে। এ ছিটমহলে আবারও উন্মুক্ত সংঘাত শুরু হওয়ার বিষয়ে আশঙ্কা দেয়া দিয়েছে। খবর এএফপির। গাজার ইসলামপন্থী শাসক হামাস সোমবার বিকেলে বলেছে যে, ইসরাইলে সাধারণ নির্বাচনের মাত্র দুসপ্তাহ আগে হঠাৎ করে শুরু হওয়া এ সংঘাতের পর মিসরের উদ্যোগে এক অস্ত্রবিরতিতে সম্মতি প্রকাশ করা হয়েছে। কিন্তু ইসরাইলী সেনাবাহিনী বলেছে, গাজা থেকে গভীর রাতে মর্টারের গোলা ও নতুন করে ৩০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। বিকেলে ৩০টি রকেট নিক্ষেপের পর ওইগুলো ছোড়া হয়। ইসরাইল নতুন প্রায় ১৫ লাখ লক্ষ্যবস্তুর ওপর আঘাত হেনেছে। ইসরাইলী সেনাবাহিনী বলেছে, এ লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে হামাসের সামরিক স্থাপনা ও ইসলামপন্থী জিহাদ- অবস্থান রয়েছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে যে, তারা প্রয়োজন মতো তাদের হামলা তৎপরতা বৃদ্ধি করবে।
×