ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভুল করে স্কটল্যান্ডে

প্রকাশিত: ০৮:১৯, ২৭ মার্চ ২০১৯

ভুল করে স্কটল্যান্ডে

লন্ডন থেকে জার্মানির ডুসেলডর্ফগামী একটি বিমান ভুল করে স্কটল্যান্ডে গিয়ে অবতরণ করে। বিমানটি সোমবার স্কটল্যান্ডের এডিনবার্গে অবতরণের পর যাত্রীরা প্রথমে কিছুটা চমকে যান। কারণ এত শীঘ্র লন্ডন থেকে ডুসেলডর্ফ যাবার কথা নয়। পরে অবশ্য ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ (বিএ) এ ঘটনার জন্য যাত্রীদের কাছে ক্ষমা চান। তদন্তে দেখা যায়, ফ্লাইট প্ল্যান এলোমেলো হবার কারণে এ ঘটনা ঘটে। এক যাত্রী বলেন, বিমানটি অবতরণের পর আমি চমকে উঠি। কারণ ডুসেলডর্ফে বড় বড় পাহাড় থাকার কথা নয়। এরপর অনেকে গুগল ম্যাপ খোঁজা শুরু করে। -ইউপিআই রাজা জনের দলিল রাজা জনের শাসনামলের প্রথম বছরের একটি রাজকীয় দলিল পাওয়া গেছে। দলিলে ব্রিটেনের এই রাজার সিল রয়েছে। ডারহ্যাম বিশ্ববিদ্যালয়ের উসহা কলেজের এক লাইব্রেরিতে এই মূল দলিলটির খোঁজ মেলে। রাজা জন ১১৯৯ সাল থেকে ১২১৬ সাল পর্যন্ত ব্রিটেনের রাজা হিসেবে দায়িত্ব পালন করেন। সেই হিসেবে দলিলটি ৮১৯ বছর আগের। রাজা জনের শাসনামলের যে কয়টি দলিল আজও অক্ষত রয়েছে এটি তার মধ্যে অন্যতম বলে মনে করছেন ঐতিহাসিকরা। এই আবিষ্কারের ঐতিহাসিক মূল্য রয়েছে বলে জানান ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বেঞ্জামিন পল। -বিবিসি
×