ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সাপাহারে ভয়াবহ অগ্নিকান্ড, ৩ লক্ষাধীক টাকার সম্পদ ভস্মীভূত

প্রকাশিত: ০৮:৪১, ২৬ মার্চ ২০১৯

সাপাহারে ভয়াবহ অগ্নিকান্ড, ৩ লক্ষাধীক টাকার সম্পদ ভস্মীভূত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ সোমবার দিনগত মধ্যরাতে নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে জনৈক আবুল কাশেম আলীর বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড সংঘঠিত হয়েছে। সৃষ্ট অগ্নিকান্ডে ওই পরিবারের প্রায় ৩ লক্ষাধীক টাকার সম্পদ পুড়ে ভস্মিভুত হয়েছে। এতে পরিবারটি এখন নিঃস্ব হয়ে পড়েছে। গ্রামবাসী সূত্রে জানা গেছে, সোমবার রাতে প্রতিদিনের ন্যায় আবুল কাশেমের পরিবারের লোকজন রাতের খাওয়া-দাওয়া সেরে নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাত অনুমান সাড়ে ১২টার দিকে বাড়ির পুর্বদিকের প্রাচীরে খড়ের চালের ৩টি স্থানে আকস্মিক আগুন জ্বলতে শুরু করে। এসময় বাড়ির লোকজনের আত্মচিৎকারে তাৎক্ষনিক গ্রামবাসী ছুটে এসে বাড়ির লোকজনসহ গরু, ছাগল অক্ষত অবস্থায় উদ্ধার করে ও আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়। সংবাদ পেয়ে রাত ২ টার দিকে পত্নীতলা ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। ততক্ষনে আগুনের লেলিহান শিখায় আবুল কাশেমের বাড়ির বারান্দাসহ ৫টি ঘর, ঘরে রাখা ধান, চাউল. কাপড়-চোপড়, বিছানাপত্র, নগদ ৩০হাজার টাকা, কাঠের তৈরী আসবাবপত্রসহ প্রায় ৩লক্ষাধীক টাকার সম্পদ পুড়ে যায়। আবুল কাশেম জানান, বর্তমানে পরিবারের লোকজনের পরনের কাপড় চোপড় ছাড়া তাদের আর কিছুই নাই। সবই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। পুর্ব শক্রুতার জের ধরে রাতের আঁধারে তার বাড়িতে আগুন দিয়ে তাকে স্ব-পরিবারে পুড়িয়ে হত্যার পরিকল্পনা করেছিল শত্রু পক্ষের লোকজন। দুর্বৃত্তরা এ সময় আবুল কাশেমের বাড়ির আশে পাশের বাসিন্দা হাফিজুল, মন্তাজ ও নুরুল ইসলামের বাড়ির সদর দরজায় শিকল আটকিয়ে দিয়ে এ ঘটনা ঘটায় যাতে সহজে আশেপাশের বাড়ির লোকজন ছুটে বের হতে না পারে।
×