ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে ছাত্রকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৯:০৮, ২৭ মার্চ ২০১৯

ঝালকাঠিতে ছাত্রকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ২৬ মার্চ ॥ রাজাপুরে মেহেদী হাসান শুভ (২৪) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে রাজাপুর উপজেলার পশ্চিম বড়ইয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শুভ একই এলাকার মাহবুব হাওলাদারের ছেলে ও বড়ইয়া ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। নিহত শুভ রাজাপুর থানার দুইটি হত্যা মামলা ও ঢাকার রামপুরা থানার একটি অস্ত্র মামলার আসামি ছিল। ওই মামলায় দীর্ঘদিন কারাবাস করে সম্প্রতি সে জামিনে মুক্তি পায়। জানা গেছে, সোমবার রাত নয়টার দিকে শুভর বন্ধুরা মোবাইল ফোনে কল করে পিকনিকের কথা বলে শুভকে বাড়ির বাইরে নিয়ে যায়। রাত দশটার দিকে শুভ মা-বাবাকে জানায় রাতে সে বাড়ি ফিরবে না। মঙ্গলবার ফজরের দিকে পশ্চিম বড়ইয়া গ্রামের বিলেরবাড়ি এলাকার কলাকোপা মাঠে গোঙানির শব্দ পেয়ে প্রতিবেশী রেনু বেগম শুভকে রক্তাক্ত অবস্থায় ছটফট করতে দেখে শুভ’র পিতা মাহবুব হাওলাদারকে খবর দেয়। এরপর হাসপাতালে তার মৃত্যু ঘটে। বাগমারায় নারী স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে জানান, বাগমারা উপজেলার তাহেরপুরে নদীতে এক নারীর লাশ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে। আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বয়সের নারীটির পরিচয় জানাতে পারেনি পুলিশ। উখিয়ায় গৃহবধূ স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, উখিয়ার রোহিঙ্গা শিবিরে আয়েশা বেগম (১৯) নামে এক গৃহবধূকে গলা টিপে হত্যা করেছে তার স্বামী। মঙ্গলবার ভোরে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা বেগম বালুখালী রোহিঙ্গা শিবিরের ই ব্লকের জাহিদ হোসেনের স্ত্রী। ক্যাম্পের রোহিঙ্গারা জানায়, রাতে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে জাহিদ তার স্ত্রী আয়েশাকে গলা টিপে ধরে। এরপর আয়েশাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক।
×