ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৭ মার্চের ভাষণেই বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন ॥ নোবিপ্রবি ভিসি

প্রকাশিত: ০৯:০৮, ২৭ মার্চ ২০১৯

৭ মার্চের ভাষণেই বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন ॥ নোবিপ্রবি ভিসি

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২৬ মার্চ ॥ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন একটি সুখী-সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠা করা। আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে মেধা, প্রজ্ঞা, সততা ও নিষ্ঠার সঙ্গে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করব। মহান স্বাধীনতা দিবস ২০১৯ উদ্যাপন উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু একজন বলিষ্ঠ নেতা হিসেবে আপামর জনসাধারণের হৃদয়ে স্থান পেয়েছেন। ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিলেন তিনি। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের হাজী মোঃ ইদ্রিস অডিটরিয়ামে স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ২০১৯ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে আরও বক্তৃতা করেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ আতিকুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি ড. গাজী মোঃ মহসিন, রেজিস্ট্রার প্রফেসর মোঃ মমিনুল হক।
×