ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উপজেলা নির্বাচন

গোপালগঞ্জে অনিয়মের অভিযোগে সড়ক অবরোধ

প্রকাশিত: ০৯:০৯, ২৭ মার্চ ২০১৯

গোপালগঞ্জে অনিয়মের অভিযোগে সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২৬ মার্চ ॥ গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচনে ভোট গণনায় অনিয়মের অভিযোগে পরাজিত দু’স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা গোপালগঞ্জ-টেকেরেহাট ও গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে। বিক্ষোভ চলাকালীন র‌্যাব, বিজিবি ও পুলিশের সঙ্গে দু’প্রার্থীর সমর্থকদের দফায় দফায় ধাওয়া পাল্টাধাওয়া ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনায় দু’জন পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে র‌্যাব, বিজিবি ও এপিবিএনসহ পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। মঙ্গলবার সকাল থেকে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মাহামুদ হোসেন মোল্লার সমর্থকরা গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের বিভিন্ন স্থানে সড়ক-সংলগ্ন বিভিন্ন গাছ কেটে সড়কে ফেলে অবরোধ শুরু করে। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে সেমিনার রবিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৯ উদ্যাপন উপলক্ষে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘মুক্তিযুদ্ধ এবং তরুণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক, এমপি। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রায়হান আজাদ বক্তব্য রাখেন এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। -বিজ্ঞপ্তি
×