ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

২৫ মার্চ ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ ঘোষণার দাবি

প্রকাশিত: ০৯:৫০, ২৭ মার্চ ২০১৯

২৫ মার্চ ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ ঘোষণার দাবি

সংবাদদাতা, ভিয়েনা (অষ্ট্রিয়া) থেকে ॥ ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে প্রদীপ প্রজ্বালন ও আলোচনা সভার অয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ভিয়েনার বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ আবু জাফর। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাউন্সেলর ও চ্যান্সারী প্রধান রাহাত বিন জামান। অনুষ্ঠানের শুরুতে ২৫ মার্চ কালরাত্রিতে গণহত্যার শিকার সব শহীদসহ মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে বাংলাদেশসহ সমগ্র বিশ্বের স্বাধীনতা সংগ্রামে শহীদ ও গণহত্যায় নিহতদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। সভায় বক্তব্য রাখেন সর্বইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি এবং অষ্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম নজরুল ইসলাম প্রমুখ।
×