ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

২৬ মার্চকে ‘বাংলাদেশ ডে’ ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১১:০৬, ২৭ মার্চ ২০১৯

২৬ মার্চকে ‘বাংলাদেশ ডে’ ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা দিবসকে ‘বাংলাদেশ ডে’ হিসেবে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ঐতিহাসিক ২৬ মার্চের এই দিনে দেশবাসীকে অভিনন্দন জানিয়ে এ স্বীকৃতি দেয় দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসি। খবর ওয়েবসাইটের। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউজার ৪৯তম স্বাধীনতা দিবসকে বাংলাদেশ ডে’র ঘোষণা দেন। ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউজারের প্রেস বিজ্ঞপ্তিতে মেয়র বলেন, আমি ওয়াশিংটন ডিসির মেয়র হিসেবে বলছি, আজকে বাংলাদেশের বিশেষ দিন উপলক্ষে দেশটির রাষ্ট্রদূত এবং জনগণকে অভিনন্দন জানাই। একইসঙ্গে ২৬ মার্চ, ২০১৯ কে বাংলাদেশ ডে হিসেবে ঘোষণা করছি।
×