ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বাধীনতার ইতিহাস বিকৃত করার চেষ্টা করেছে জিয়া ও খালেদা ॥ তোফায়েল

প্রকাশিত: ১১:০৬, ২৭ মার্চ ২০১৯

স্বাধীনতার ইতিহাস বিকৃত করার চেষ্টা করেছে জিয়া ও খালেদা ॥ তোফায়েল

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৬ মার্চ ॥ বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান, আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, এই স্বাধীনতার ইতিহাস জিয়াউর রহমান ও তার সহধর্মিণী খালেদা জিয়া বিকৃত করার চেষ্টা করেছে। স্বাধীনতা যুদ্ধে আমাদের প্রায় ৩০ লাখ লোক শহীদ হয়েছিল। আর খালেদা জিয়া বলেছিল ৩০ লাখ লোক শহীদ হয়নি। যার কারণে বিশ্বের কাছে আমাদের এই গণহত্যা দিবসের স্বীকৃতি পাওয়া যায়নি। আমরা মনে করি ২৫ মার্চ ছিল গণহত্যা দিবস। আমিই প্রস্তাব করেছিলাম পার্লামেন্টে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করার জন্য। প্রধানমন্ত্রী সেই প্রস্তাব সমর্থন করে সিদ্ধান্ত নিয়ে সোমবার গণহত্যা দিবস পালন করেছি। মঙ্গলবার বেলা ১১টায় জেলা আওয়ামী লীগের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিজয় ও আনন্দ র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এর আগে সকালে ভোলা গজনবী স্টেডিয়ামে স্কুল ও কলেজের শিশু-কিশোর সমাবেশে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠানে যোগ দেন। তোফায়েল আহমেদ বলেন, স্বাধীনতা চেতনা মূল্যবোধকে ধরে রেখেই আমরা বাংলাদেশকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধামুক্ত দারিদ্র্য মুক্ত শস্যশ্যামলা সোনার বাংলায় রূপান্তরিত করব। এটাই মহান স্বাধীনতা দিবসের অঙ্গীকার। তিনি বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা যার হাতে আওয়ামী লীগের পতাকা তুলে দিয়েছিলাম, সেই পতাকা হাতে নিয়ে নিষ্ঠা, সততা ও যোগ্যতার সঙ্গে আজকে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করার পথে এগিয়ে চলেছেন। বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশকে বিশ্বে মর্যাদাবান রাষ্ট্রে পরিণত করেছেন।
×