ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বাধীনতা দিবসে গুগলের বিশেষ ডুডল

প্রকাশিত: ১১:০৬, ২৭ মার্চ ২০১৯

স্বাধীনতা দিবসে গুগলের বিশেষ ডুডল

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছে বিশ্বের জনপ্রিয় সার্চইঞ্জিন গুগল। ২৬ মার্চ সারাদিন তাদের হোমপেজে এই ডুডল দেখা যায়। বিশেষ দিনে কিংবা বিশেষ মুহূর্তে বিভিন্ন দেশের জন্য হোমপেজে আলাদা ডুডল দিয়ে থাকে গুগল। বিশেষ কোন দিন বা বিশেষ কোন ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নক্সার যে লোগো তৈরি করে তাই ডুডল। বাঙালীর শ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতেও বরাবরের মতো শৈল্পিক ডুডল করেছে প্রতিষ্ঠানটি। নদীমাতৃক বাংলাদেশের অপার সৌন্দর্য ফুটিয়ে তুলেছে ডুডলে। ডুডলটিতে দেখা যায়, তিন জন মাঝি তিনটি নৌকা বাইছে। এর মধ্যে দুটি নৌকায় মাঝির সঙ্গে বিভিন্ন পণ্য ও শস্য নিয়ে যার যার গন্তব্যে যাচ্ছে। নদীর মধ্যে পণ্য বেচা-কেনা দিয়ে বাংলাদেশের নদীমাতৃক দেশের চিত্র ফুটিয়ে তুলেছে। নদীর মধ্যে গ্রামীণ আর্থসামাজিক চিত্র বোঝানো হয়েছে। অপর নৌকাটিতে অপেক্ষারত একজন মাঝিকে দেখা যায়। মঙ্গলবার যারা গুগলের হোমপেজে যান, তারা সার্চ বারটির ওপরে ওই মাঝিসহ তিনটি নৌকা দেখতে পান। এর নিচে চাকার লাল-সবুজ ঘরে সাদা অক্ষরে লেখা গুগল। ডুডলে মার্ক করলে লেখা উঠছে ‘বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে ২০১৯’। এতে ক্লিক করলেই বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং এ সম্পর্কিত ওয়েবসাইটগুলো দেখায় গুগল। স্বাধীনতা দিবসের ডুডল সম্পর্কে গুগল তাদের ডুডল পাতায় লিখেছে, বঙ্গোপসাগরের পাড়ে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশের স্বাধীনতা দিবস আজ। দেশের বুকচিরে বয়ে গেছে ৭০০টির বেশি নদী। ৪৮ বছর আগে এইদিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে দখলদারমুক্ত করতে সংগ্রামে নামার আহ্বান জানান। স্বাধীনতা দিবসে এদিন সরকারী ছুটি। সব সরকারী, আধা সরকারী, স্বায়ত্তশাসিত ও বেসরকারী ভবনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। গুগলের ডুডলটি শুধু বাংলাদেশ থেকেই দেখা যাচ্ছে। এর আগেও বেশ কয়েক বছর ধরেই স্বাধীনতা দিবসে বিশেষ ডুডল প্রকাশ করে গুগল। ২০১৩ সালে প্রথমবার স্বাধীনতা দিবসের ডুডল প্রদর্শন করেছিল গুগল কর্তৃপক্ষ। এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিসহ সর্বস্তরের মানুষ। স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার দিনভর দেশব্যাপী নানা আয়োজন অনুষ্ঠিত হয়।
×