ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উত্তর আটলান্টিকের পানি আরও শীতল হওয়ায় হিমবাহ উল্টো পথে!

প্রকাশিত: ১১:০৭, ২৭ মার্চ ২০১৯

উত্তর আটলান্টিকের পানি আরও শীতল হওয়ায় হিমবাহ উল্টো পথে!

জনকণ্ঠ ডেস্ক ॥ হিমবাহগুলোর মধ্যে গ্রীনল্যান্ডের জ্যাকবশ্যাভন হিমবাহটি অন্যতম। তবে ২০১২ সাল থেকে হিমবাহের বরফ গলে এটি ছোট হয়ে আসছে। বছরে এটি ১.৮ মাইল করে দৈর্ঘ্যে ছোট এবং ১৩০ ফুট করে পাতলা হচ্ছে। তবে অদ্ভুত খবর হলো যে, সাম্প্রতিক এক গবেষণায় নাসা দেখছে এ হিমবাহটি আবার বড় হচ্ছে এবং সেটিও সেই বরফ গলার একই হারে। নেচার জিওসায়েন্সে এ গবেষণার বিষয়টি প্রকাশিত হয়েছে। বিষয়টিকে ক্ষণস্থায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। খবর এনবিসি নিউজের। জেসন বক্স নামে একজন জলবায়ু বিজ্ঞানী বলেছেন, বিষয়টা বিস্ময়কর বটে। আসলে আমরা এতদিন ভেবেছি প্রকৃতির এসব বিষয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং ওই ভাবনাতেই আমরা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। তবে এই হিমবাহটি নতুন করে বৃদ্ধি পাওয়ার ঘটনার মধ্যে দিয়ে আমরা বুঝলাম যে, নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার বিষয়টি একটাও দ্রুততার সঙ্গে ঘটছে না। তবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বক্স অবশ্য নাসার ওই গবেষণা দলে ছিলেন না। এই হিমবাহটি সম্পর্কে তিনি বলেন, এ বিষয়ে কোন সন্দেহই নেই যে, জ্যাকবশ্যাভন গ্রীনল্যান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিমবাহ, কারণ এ হিমবাহ থেকেই উত্তর গোলার্ধ সবচেয়ে বেশি বরফ পেয়ে থাকে। গ্রীনল্যান্ডের জন্য এ হিমবাহটিই সব। নাসার ওশেন্স মেল্টিং গ্রীনল্যান্ড প্রজেক্টের (ওএমজি) গ্লেসিওলজিস্ট ও গবেষক দলের প্রধান আলা খাজেনদার বলেন, প্রাকৃতিক চক্রেই উত্তর আটলান্টিকের পানি আরও শীতল হওয়ার কারণে গলে যাওয়ার বদলে উল্টো পথ ধরেছে হিমবাহটি। খাজেনদার ও তার সহকর্মীরা এর সঙ্গে আরও একটি বিষয়ের কথাও বলেছেন, যেটি কাজ করেছে কাকতালীয়ভাবে। আর তা হলো- নর্থ আটলান্টিক ওশিলেশন। এ প্রক্রিয়াতে প্রাকৃতিকভাবে অল্প কিছু সময়ের জন্য সমুদ্রের পানি শীতল ও উষ্ণ হয়। প্রশান্ত মহাসাগরে এল নিনো যে প্রক্রিয়াতে কাজ করে আটলান্টিকে এটি অনেকটা সেই প্রক্রিয়াতে কাজ করে।
×