ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাটনায় নব্য জেএমবির দুই সদস্য গ্রেফতার

প্রকাশিত: ১১:১০, ২৭ মার্চ ২০১৯

পাটনায় নব্য জেএমবির দুই সদস্য গ্রেফতার

জনকণ্ঠ ডেস্ক ॥ সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গী সংগঠনে যোগ দিতে যাওয়ার পথে বিহারের পাটনায় গ্রেফতার হয়েছে দুই বাংলাদেশী যুবক। গ্রেফতারকৃতরা জঙ্গী সংগঠন নব্য জেএমবির (জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ) সক্রিয় সদস্য। খবর আনন্দবাজার পত্রিকার। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত দুই জঙ্গীর নাম খাইরুল মণ্ডল এবং আবু সুলতান। রবিবার রাতে পাটনা জংশনের পাশে মদনি মুসাফিরখানার দক্ষিণ মোটরসাইকেল স্ট্যান্ডের কাছ থেকে তাদের গ্রেফতার করা হয়। দু’জনই খুলনার মহেশপুর থানার চাঁপাতলা গ্রামের বাসিন্দা। বৈধ পাসপোর্ট এবং ভিসা ছাড়া ভারতে ঢুকেছিল তারা। তাদের কাছে ভারতের দু’টি নকল ভোটার পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। বিহার এসটিএফের ধারণা, দুই জঙ্গী কলকাতা হয়ে পাটনায় এসেছিল। এসটিএফ সূত্রে খবর, ঘটনার দিন সন্ধ্যায় সূত্রের মাধ্যমে খবর মেলে, দু’জন যুবক মদনি মুসাফিরখানার কাছে ঘোরাফেরা করছে। খবর পেয়ে সাদা পোশাকের বাহিনী তৈরি করে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এরপর সাইকেল স্ট্যান্ডের কাছ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুই জঙ্গীর সঙ্গে গুলশান হামলার প্রধান চক্রান্তকারী তামিম চৌধুরীর যোগাযোগ ছিল বলেও জানতে পেরেছে বিহার এসটিএফ। নব্য জেএমবির সদস্য নুরুল হোদা মাসুম, রিঙ্কু মণ্ডল এবং সৈবুরকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। ওই তিন জনের সঙ্গেও নিয়মিত যোগাযোগ ছিল খাইরুল এবং আবু সুলতানের।
×