ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আইএস জঙ্গীদের বিচারে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের দাবি

প্রকাশিত: ১১:১১, ২৭ মার্চ ২০১৯

আইএস জঙ্গীদের বিচারে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের দাবি

জনকণ্ঠ ডেস্ক ॥ উত্তর সিরিয়ার কুর্দীর নেতৃত্বাধীন প্রশাসন জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কয়েক হাজার সন্দেহভাজন সদস্যের বিচারের জন্য একটি আন্তর্জাতিক আদালত গড়ে তোলার আহ্বান জানিয়েছে। গত সপ্তাহে আইএস নিয়ন্ত্রিত সর্বশেষ সিরীয় ছিটমহল কুর্দীরা দখল করে নিলে জঙ্গী গোষ্ঠীটির সহস্রাধিক সদস্যকে আটক করা হয়েছে। খবর বিবিসির। কুর্দী কর্মকর্তা আবদুল করিম ওমর ব্রিটিশ সংবাদমাধ্যমকে বলেছেন, বাঘুজ ছিটমহলে আটক করা কয়েক হাজার আইএস সদস্যদের নিয়ে আমরা হিমশিম খাচ্ছি। আইএস খিলাফতে চূড়ান্ত সময়ে সিরিয়া ও ইরাকে প্রায় ৮৮ হাজার বর্গকিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করত।
×