ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বাধীনতা দিবসে ‘লা লিগা, বার্সিলোনা’ ও দেশের ক্রিকেটারদের শুভেচ্ছা

প্রকাশিত: ১১:১৩, ২৭ মার্চ ২০১৯

স্বাধীনতা দিবসে ‘লা লিগা, বার্সিলোনা’ ও দেশের ক্রিকেটারদের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার ॥ মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে ফুটবল বিশ্বের জনপ্রিয় দুই প্রতিষ্ঠান ‘লা লিগা’ ও ‘বার্সিলোনা’। শুভেচ্ছা জানিয়েছেন দেশের ক্রিকেট তারকারাও। মঙ্গলবার ২৬ মার্চ স্বাধীনতা দিবসে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা জানিয়েছেন সব শ্রেণী পেশার মানুষ। দিনটিতে শুভেচ্ছা জানিয়ে ইতিবাচক সাড়া ফেলেছে লা লিগা কর্তৃপক্ষ ও বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল ক্লাব বার্সিলোনা। এর আগেও সম্প্রতি মেয়েদের সাফে বাংলাদেশ সেমিফাইনাল নিশ্চিত করার পরও লা লিগা কর্তৃপক্ষ ফেসবুকে পোস্ট দিয়ে শুভেচ্ছা জানিয়েছিল। এরই ধারাবাহিকতায় স্বাধীনতা দিবসে মেসি-রামোস-গ্রিজমানদের লা লিগা ফেসবুকে বাংলাদেশের পতাকার ছবি পোস্ট করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে। যেখানে লেখা হয়েছে, ‘লা লিগার তরফ থেকে সবাইকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা।’ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে মেসির বার্সা। লা লিগা ও বার্সার পোস্ট দুটি অবশ্য ‘কাস্টম’। নির্দিষ্ট কিছু অঞ্চলের মানুষ দেখতে পাচ্ছে এটি। তবু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে প্রতিষ্ঠান দুুটির শুভেচ্ছায়। ফেসবুক ব্যবহারকারীরা শুভেচ্ছার জন্য পাল্টা অভিনন্দন জানিয়েছেন লা লিগা ও মেসিদের। প্রত্যেকেই প্রতিষ্ঠান দুুটির খেলোয়াড় ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বলেছেন, বিশ্বের জনপ্রিয় দুটি প্রতিষ্ঠান যে বাংলাদেশের মানুষকে স্বাধীনতা দিবসে শুভকামনা জানাচ্ছে, এটি অবশ্যই মনে রাখার মতো। সন্ধ্যা পর্যন্ত লা লিগার পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন ৫০ হাজারেরও বেশি ফেসবুক ব্যবহারকারী। বার্সার পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রায় এক লাখ ফেসবুক ব্যবহারকারী। এদিকে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা ও দেশের প্রতি ভালবাসা জানিয়েছেন দেশের ক্রিকেট তারকারাও। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক ও সাংসদ মাশরাফি বিন মর্তুজা ১৯৭১ সালে আত্মত্যাগীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে বিশেষ বার্তায় লিখেছেন, ‘সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’ এখন ভারতে আইপিএলে ব্যস্ত সাকিব আল হাসান। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা জানিয়ে লিখেছেন, ‘স্বাধীনতার ৪৯তম বছরে আমি সালাম জানাই তাঁদের, যাঁরা আমাদের মাতৃভূমির জন্য দিয়েছেন প্রাণ। তাঁদের আত্মত্যাগের গল্পগুলো দিয়ে গাঁথা আমাদের এই মহান পতাকা। সেই গল্পগুলো অমর হয়ে থাকবে ইতিহাসের পাতায় এবং লাখো বাঙালীর হৃদয়ে। যে দেশ নিয়ে আমরা গর্ব করি, সে দেশটিকে স্বাধীনতা এনে দেয়ার জন্য আমরা তাঁদের প্রতি আজন্ম ঋণী থাকব। আসুন, আমরা আমাদের কাজ দিয়ে সেই মহান পতাকার মর্যাদা অক্ষুণœ রাখি। সবাইকে জানাই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’ দেশের পতাকায় নিজেকে মুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়েছেন মুশফিকুর রহীম। সেখানে তিনি লিখেছেন, ‘সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। স্বাধীনতার অমৃত স্বাদে ভরে উঠুক সবার মন, দূর হোক সব দ্বন্দ্ব-হানাহানি, শুধু দেশের জন্য লড়ুক সবাই এক হয়ে, এক আত্মা হয়ে। আর যেন কোন হাহাকার এসে হানা না দেয় এই বাংলার মাটিতে, আর যেন রঞ্জিত না হয় এই বাংলার মাটি নিজের সন্তানের রক্তে। বিন¤্র শ্রদ্ধা সব মুক্তিযোদ্ধার প্রতি।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের আরেক তারকা মাহমুদুল্লাহ রিয়াদ লিখেছেন, সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। স্বাধীনতার জন্য আত্মত্যাগীদের তরে শ্রদ্ধা। টাইগার দলের আরেক তারকা খেলোয়াড় সৌম্য সরকার লিখেছেন, সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। স্বাধীনতার অমৃত স্বাদে ভরে উঠুক সবার মন, দূর হোক সব দ্বন্দ্ব-হানাহানি, শুধু দেশের জন্য লড়ুক সবাই এক হয়ে, এক আত্মা হয়ে। আর যেন কোন হাহাকার এসে হানা না দেয় এই বাংলার মাটিতে, আর যেন রক্তে রঞ্জিত না হয় এই বাংলার মাটি নিজের সন্তানের রক্তে। গোলাভরা ধান আর পুকুর ভরা মাছে ভরে উঠুক প্রিয় এই স্বদেশ। সবুজ-শ্যামল এই বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে চলুক।’
×