ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উৎপাদন বাড়াতে ৫০ কোটি টাকা বিনিয়োগ করবে ওয়াটা কেমিক্যাল

প্রকাশিত: ১১:৫১, ২৭ মার্চ ২০১৯

উৎপাদন বাড়াতে ৫০ কোটি টাকা বিনিয়োগ করবে ওয়াটা কেমিক্যাল

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়াটা কেমিক্যাল উৎপাদন বাড়াতে এবং নতুন পণ্য উৎপাদনে ৫০ কোটি ৯১ লাখ টাকা বিনিয়োগ করবে। সোমবার অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি সূত্রে জানা যায় অগ্রণী ব্যাংক থেকে ঋণ নিয়ে এই বিনিয়োগ করা হবে। আর এ ঋণের বিষয়ে ব্যাংকটি অনুমোদনও দিয়েছে। ১৮ হাজার মেট্রিক টন উৎপাদন ক্ষমতার ইউনিট-১ বিএমআরইকরণ, ১২ হাজার মেট্রিক টন উৎপাদন ক্ষমতার এ্যালুমনিয়াম সালফেট নতুন প্ল্যান্ট ইউনিট-২ স্থাপন, ৭ হাজার ২০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতার লিনিয়ার এলকাইল বেনজিন সালফোনিক এসিড প্ল্যান্ট স্থাপন করা হবে। এছাড়া ৪ হাজার ৫০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতার পলি এ্যালুমিনিয়াম ক্লোরাইড প্ল্যান্ট স্থাপন করা হবে। এটি শিল্প কারখানায় পানি এবং খাবার পনি পরিশোধনে ব্যবহৃত হয়। মার্চ মাসের শুরুতে কোম্পানিটির ৩০ হাজার মেট্রিক টন সালফিউরিক এসিড উৎপাদন ক্ষমতার ইউনিট-২ বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে ওয়াটা কেমিক্যালের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪০ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ এবং ৩০ শতাংশ বোনাস লভ্যাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৫১ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৭৬ টাকা ৫৫ পয়সা। আর দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর, ১৮) কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৫ টাকা ৫৬ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ১ টাকা ৩১ পয়সা। এদিকে শেষ ৩ মাসে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৮৫ পয়সা। আগের বছর একই সময় ছিল ৪৯ পয়সা। ৩১ ডিসেম্বর শেষে শেয়ার প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৬৩ টাকা ৬৭ পয়সা।
×