ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অনাকাক্সিক্ষত ঘটনায় বিএসইসির দুঃখ প্রকাশ

প্রকাশিত: ১১:৫৩, ২৭ মার্চ ২০১৯

অনাকাক্সিক্ষত ঘটনায় বিএসইসির দুঃখ প্রকাশ

সাংবাদিকদের প্রবেশে বাধা ও অসৌজন্যমূলক আচরণের কারণে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনকে বয়কট করে সাংবাদিকরা। এই পরিস্থিতির জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিএসইসি। সোমবার রাতে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দুঃখ প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিনিয়োগকারী ও উদ্যোক্তা কনফারেন্স নিয়ে সংবাদ সম্মেলনে শেষে সৃষ্ট অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোটেই কাম্য ছিল না। যেহেতেু সাংবাদিকগণ কমিশনের অতিথি হিসেবে আমন্ত্রণে এলেন, সেহেতু উদ্ভূত পরিস্থিতির জন্য কমিশন দুঃখ প্রকাশ করছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পেশাগত দায়িত্ব পালনে নিয়মের মধ্য থেকে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কমিশন আলোচনা করবে। -অর্থনৈতিক রিপোর্টার
×