ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এফবিসিসিআইর ৭২ পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

প্রকাশিত: ১৩:১৭, ২৭ মার্চ ২০১৯

এফবিসিসিআইর ৭২ পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদ নির্বাচনে ৭২ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর ফলে ২০১৯-২০ মেয়াদে নির্বাচনে আর ভোটাভুটির প্রয়োজন পড়ছে না। সংগঠনটির পরবর্তী সভাপতি হতে চলেছেন শেখ ফজলে ফাহিম। তিনি বর্তমানে জ্যেষ্ঠ সহসভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে গত রবিবার ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদের’ প্রার্থী তালিকা ঘোষণা করেন প্যানেলের দলনেতা শেখ ফাহিম। আগামী ২৭ এপ্রিল ভোটগ্রহণের দিন ঠিক থাকলেও নির্বাচনের আর প্রয়োজন পড়ছে না। নির্বাচন সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, চেম্বার গ্রুপ ও এ্যাসোসিয়েশন গ্রুপের ২১টি করে মোট ৪২টি পদের জন্য মনোনয়নপত্রও জমা পড়েছে ৪২টি। এছাড়া চেম্বার ও এ্যাসোসিয়েশন থেকে নির্বাচনের বাইরে ১৫ জন করে ৩০ জন প্রতিনিধি নিয়ে এবার ৭২ সদস্যের পর্ষদ গঠন হবে। আগামী ৪ এপ্রিল পরিচালকদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তারপরই সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। পরিচালনা পর্ষদ নির্বাচন সিলেকশনের মাধ্যমে হওয়ায় বতর্মান পর্ষদের প্রায় সবার ঠাঁই হয়েছে নতুন কমিটিতে।
×