ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডে নিহত দুই বাংলাদেশীর মরদেহ ঢাকায় পৌঁছেছে

প্রকাশিত: ১৩:১৭, ২৭ মার্চ ২০১৯

নিউজিল্যান্ডে নিহত দুই বাংলাদেশীর মরদেহ ঢাকায় পৌঁছেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের আল নূর মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত দুই বাংলাদেশী প্রবাসী ওমর ফারুক ও জাকারিয়া ভূইয়ার মরদেহ মঙ্গলবার রাতে ঢাকা আনা হয়েছে। এ ছাড়া নিহত অপর বাংলাদেশী চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার মোজাম্মেল হক সেলিমের মরদেহ আজ বুধবার রাতে দেশে এসে পৌঁছবে বলে জানা গেছে। রাত সাড়ে ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার প্রবাসী ওমর ফারুক ও নরসিংদীর পলাশের জাকারিয়া ভূইয়ার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আনা হয়। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহদের পরিবারের পক্ষ থেকে মরদেহ দুটি গ্রহণের প্রস্তুতি চলছিল। ওমর ফারুকের ভগ্নিপতি সারোয়ার হোসেন বলেন, ওমর ফারুক নিউজিল্যান্ডের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতেন। এর আগে গত ২০ মার্চ জাকারিয়ার স্ত্রী রীনা আক্তার নিহত স্বামীর মরদেহ আনতে নিউজিল্যান্ডে যান। সেখানে সকল আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার রাতে স্বামী জাকারিয়া ভূইয়ার লাশ নিয়ে দেশে ফিরেছেন। আজ বুধবার সকাল ১১টায় গজারিয়ার জয়পুরা ঈদগাহ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
×