ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এটিএন বাংলায় সঙ্গীতবিষয়ক অনুষ্ঠান ‘মধুগুঞ্জন’

প্রকাশিত: ০৯:০২, ১ এপ্রিল ২০১৯

  এটিএন বাংলায় সঙ্গীতবিষয়ক অনুষ্ঠান ‘মধুগুঞ্জন’

সংস্কৃতি ডেস্ক ॥ সঙ্গীতপ্রেমী দর্শকদের জন্য এটিএন বাংলার অনুষ্ঠানমালায় নিয়মিতভাবে প্রচার হচ্ছে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ নিবেদিত সঙ্গীতবিষয়ক অনুষ্ঠান ‘মধুগুঞ্জন’। অনুষ্ঠানটি আজ সোমবার বিকেল ৪-৩০ মিনিটে প্রচার হবে। দেশের বরেণ্য এবং জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের জীবনের গল্প নিয়ে নির্মিত সঙ্গীতবিষয়ক এই অনুষ্ঠানটি গ্রন্থনা ও পরিচালনা করেছেন কাজলী আহমেদ। অনুষ্ঠানের এবারের পর্বে সঞ্চালনার করেন কণ্ঠশিল্পী মেহেরুন আহমেদ। অনুষ্ঠানের আজকের পর্বে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন কণ্ঠশিল্পী শহীদুর রহমান ও শাম্মী রহমান। সঞ্চালকের সঙ্গে আলাপচারিতায় শিল্পীরা শুনিয়েছেন তাদের গান গাওয়া বেশ কিছু জনপ্রিয় গান। ‘মধুগুঞ্জন’ অনুষ্ঠানটি মূলত দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের নিয়ে সাজানো হয়ে থাকে। অনুষ্ঠানের প্রতি পর্বে একজন জনপ্রিয় শিল্পীকে আমন্ত্রণ জানানো হয় এবং তাঁকে নিয়েই সাজানো হয়ে থাকে অনুষ্ঠানটি। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীকে নিয়ে স্টুডিওতে আলাপচারিতায় অংশ নেন উপস্থাপক। গান এবং শিল্পীর জীবনের গল্প অর্থাৎ কণ্ঠশিল্পী হয়ে ওঠার গল্প নিয়ে উপস্থাপকের সঙ্গে বিভিন্ন ধরনের খোলামেলা আলোচনার মাঝে নিজের পছন্দের গানগুলো পরিবেশন করেন শিল্পী। গানের পাশাপাশি অনুষ্ঠানে আগত শিল্পী তার গাওয়া জনপ্রিয় গান তৈরির নেপথ্যের গল্প, গান নিয়ে বিভিন্ন ধরনের স্মৃতিকথাও বলে থাকেন অনুষ্ঠানের মাধ্যমে।
×