ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিজিএমইএর নতুন নেতৃত্ব নির্বাচনে ভোটগ্রহণ চলছে

প্রকাশিত: ২৩:৫৩, ৬ এপ্রিল ২০১৯

বিজিএমইএর নতুন নেতৃত্ব নির্বাচনে ভোটগ্রহণ চলছে

অনলাইন ডেস্ক ॥ আজ শনিবার সকাল ৮টা থেকে চার বছর পর তৈরি পোশাক রফতানিকারকদের সংগঠন বিজিএমইএর নতুন নেতৃত্ব নির্বাচনে ভোটগ্রহণ চলছে। ঢাকার কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনের নুরুল কাদের মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। একই সময় চট্টগ্রামেও ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। ঢাকায় ভোট শুরুর কিছুক্ষণের মধ্যে কালবৈশাখীর দমকা হাওয়া ও ভারি বৃষ্টি শুরু হওয়ায় ভোটার উপস্থিতি কিছুটা কমে যায়। অন্যতম নির্বাচন কমিশনার নিহাদ কবির সাংবাদিকদের বলেন, “অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে।” বিকালে ভোটগ্রহণ শেষে দুই কেন্দ্রে গণনার পর কয়েক ঘণ্টার মধ্যে ফলাফল ঘোষণার আশা প্রকাশ করেন তিনি। সম্মিলিত পরিষদ ও ফোরামের বাইরে এবার স্বাধীনতা পরিষদ ভোটের লড়াইয়ে নামলেও প্রতিটি পদে প্রার্থী দিতে পারেনি তারা। বিজিএমইএ ভবনের নিচ তলায় সম্মিলিত-ফোরাম প্যানেলের নির্বাচনী বুথ, ব্যানার শোভা পেলেও স্বাধীনতা পরিষদের কোনো প্রতিনিধিকে দেখা যায়নি। এবারের নির্বাচনে সম্মিলিত পরিষদ ও ফোরাম ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিত-ফোরাম নামে পূর্ণ প্যানেল দিয়েছে। এই প্যানেলের মূল নেতা হিসেবে রয়েছেন মোহাম্মদী গ্রুপের এমডি রুবানা হক। তিনি বিজিএমইএর সাবেক সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের স্ত্রী।
×